করোনা ভাইরাস এর মৃত্যু হলো আরও ৫, আক্রান্ত ৫৫২

প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরো নতুন করে ৫জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৫।
এছাড়াও নতুন করে ৫৫২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। ফলে দেশে করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৯০ জন।
আজ শনিবার ( ২ মে )মহাখালী থেকে নিয়মিত সংবাদ বুলেটিন যোগ দিয়ে এতথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘন্টার উপাত্ত তুলে ধরে তিনি জানান এ সময় আরো ৬ হাজার ১৯৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সংগৃহীত নমুনা থেকে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ। পরীক্ষা বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ । সবমিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬ টি।
তিনি আরো জানিয়েছেন গত ২৪ ঘন্টায় আরও নিহত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ দুইজন নারী। তারা সবাই ছিলেন ঢাকার বাসিন্দা। আবারো নতুন করে আইসোলেশন এ নেয়া হয়েছ.১৬৮ জনকে। এখন আইসোলেশন এ আছেন মোট ১ হাজার ৬৩২ জন।