দূর পরবাস

বাহরাইনে করোনায় আক্রান্ত আরও ৪৬ বাংলাদেশি

বাহরাইনে গত দুই দিনে আরও ৪৬ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশটিতে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের করোনার সংক্রমণের ঝুঁকি। এখন পর্যন্ত মোট বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।

বাহরাইন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ জন। দেশটিতে করোনার অস্তিত্ব পাওয়া গেছে মোট ২ হাজার ৭২৩ জনের মধ্যে। সুস্থ হয়েছেন ১ হাজার ২১৮ জন এবং চিকিৎসাধীন ১ হাজার ৪৯৭ জন। এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ জন।

Show More

Related Articles

Back to top button