বলিউডে আরও এক মৃত্যু

আবারও মৃত্যসংবাদ বলিউডে। গত বুধবারে মারা যাওয়া ইরফান খানের মৃত্যুর ধাক্কা সামলাতে না সামলাতেই বৃহস্পতিবার মারা যান কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। একদিন পর অর্থাৎ শুক্রবার সকালে আবারও আসে মৃত্যু সংবাদ! এবার প্রয়াত হলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিইও কুলমিত মাক্কার।
লকডাউনের কারণে হিমাচল প্রদেশের এক ধর্মশালায় আটকে পড়েছিলেন কুলমিত। সেখানেই হার্ট অ্যাটাকের কারণে তার মৃ্ত্যু হয়েছে বলে ভারতীয় মিডিয়ার খবর। কুলমিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক-প্রযোজক করণ জোহার, হনসাল মেহেতা, ফারহান আখতার, সঞ্জয় সুরিসহ বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা।
তিনি তিন দশকেরও বেশি সময় বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন কুলমিত। সারেগামা, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, বিগ মিউজিক অ্যান্ড হোম এন্টারটেইনমেন্টের সিইও ছিলেন তিনি। এছাড়া ২০১০ সালে গিল্ডের সিইও পদ গ্রহণের আগে শ্রেয়া এন্টারটেইনমেন্টের সভাপতি ও সিইও পদেও ছিলেন।
সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কুলমিত মাক্কার। বহু বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে টেলিভিশন এবং ফিল্ম সংস্থাকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া পড়ছে বলিউডে।