নারী ও শিশু

দুই নবজাতকের পলিথিনে মোড়ানো নিথর দেহ

রাজধানীর গুলশানে প্রগতি সরণিতে আজ রোববার (৩মে) দুইটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই কন্যা শিশুর দেহে পলিথিন মোড়ানো ছিল।

বেলা পৌনে একটায়  গুলশান থানার উপ-পরিদর্শক  মোঃ বেলাল হোসেন মৃতদেহ দুটি উদ্ধার করেন। এরপর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

বেলাল হোসেন বলেন, প্রগতি সরণী  কোকাকোলা এলাকার রাস্তায় পলিথিন এর ব্যাগের মুড়িয়ে ২ নবজাতকের মৃতদেহ ফেলে যায়।ধারণা করা হচ্ছে, নবজাতক দুটি  জমজ হতে পারে। মায়া তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সুত্রঃ প্রথম আলো

Show More

Related Articles

Back to top button