সব ক্লাসের পাঠ্যসূচিতে আসুক গৃহ ব্যবস্থাপনা

নারীদেরই কেবল শিক্ষার স্কুল পর্যায় থেকে শুরু করার ফলে সেসময় ছেলেদের মানসিকতায় রোপন হয় ঘরের কাজ শুধু মেয়েদের কাজ। শিশু বয়স থেকেই যদি শেখানোর ধরন ভিন্ন হয় তাহলে দ্রুত পরিবর্তন সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান গবেষক নাজনীন আহমেদ বলেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছেলেদের জন্য নেই। যেটা অবশ্যই করা দরকার। ষষ্ঠ শ্রেণি থেকেই গার্হস্থ্য অর্থনীতি ব্যবস্থাপনার নাম দিয়ে ছেলে মেয়ে উভয় কি পড়তে হবে। ছোটবেলা থেকে এসব কাজ হিসাবে আলাদা করে শিখিয়ে মাঝে এসে এইসব কাজ সবার বললে তাতো অবশ্যই কেউ শুনবে না।
ব্র্যাকের নারীরা ৬০০ প্রতিরোধে উদ্যোগ প্রকল্পের পরিচালক নবনীতা চৌধুরী বলেন সংসারের কাজ যদি ছেলে মেয়ে উভয়েই ভাগ করে নেয় তাহলে পরিবারের মানসিক শান্তি বজায় থাকবে। কিন্তু এটা অনেকেই এখন বুঝতে পারছে না। তাই ওই ঘর-গেরস্থালির কাজগুলো করার কষ্ট কতটা সেটা বোঝা যায় না। নারীদের এই কাজগুলোর ভার একা বয়ে বেড়ানোর কষ্ট কেউ বুঝতে পারছে না। পুরো পরিবার একসঙ্গে কাটালে কোয়ালিটি টাইম বাড়ে। কিন্তু দুঃখের বিষয় আমরা সে ব্যবস্থা এখনো না করে এসব কাজ একজনকে দিয়ে করিয়ে নিই। এতে নারীদের শারীরিক ও মানসিক দুই ধরনের নির্যাতন করা হচ্ছে। এর ফলে ভালোবাসা- বিশ্বাসের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে ।