গুগল মিটে ভিডিও কনফারেন্স রেকর্ড করবেন যেভাবে

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে মানুষ এখন লকডাউনে আছে। হোম কোয়ারেন্টিনে থেকেই সেরে নিচ্ছে অফিস-আদালতের কাজ। এমন সময়ে সহকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের প্রয়োজন দেখা দিয়েছে। তাই মানুষ বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করছেন এমনই একটি অ্যাপ গুগল মিট। এই অ্যাপ দিয়ে ভিডিও কনফারেন্স করার সময় কল রেকর্ড করে রাখা যায় আমরা আজকের প্রতিবেদনে সেটাই জানবো।
গুগল জানিয়েছে, গত কয়েক সপ্তাহে তাদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুগল মিটের ব্যবহার বেড়েছে ৬০ শতাংশ। মানুষের চাহিদার কারণে তারা অ্যাপটিকে আপডেটও করেছে এনেছে নানা ফিচার। এরই একটি অন্যতম ফিচার হলো কল রেকর্ডিং সুবিধা।
জেনে নিন গুগল মিটের মাধ্যমে কীভাবে কল রেকডিং করবেন।
স্টেপ ১: গুগল মিট অ্যাপ চালু করুন। জয়েন মিটিং ক্লিক করুন।
স্টেপ ২: মোর অপশন ক্লিক করুন। রেকর্ডিং শুরু করুন।
স্টেপ ৩: রেকর্ডিং চালু হওয়ার জন্য অপেক্ষা করুন।
স্টেপ ৪: রেকর্ডিং শুরু হলে শেষ করুন।
স্টেপ ৫: সেভ করার জন্য ক্লিক স্টপ রেকডিং।
স্টেপ ৬: রেকর্ডকৃত ভিডিও কম্পিউটারের গুগল মিট অ্যাপ্লিকেশনের মাই ড্রাইভে সেভ হবে।
এই সুবিধা কেবলমাত্র ডেস্কটপ ও ল্যাপটপে পাওয়া যাবে।