
করোনা ভাইরাসে আক্রান্ত মাশরাফির স্বাস্থ্যের অবনতি হাসপাতালে ভর্তি
কোভিড-১৯ আক্রান্ত মাশরাফীর স্বাস্থের অবনতি! হঠাৎ বেড়েছে বুকে ব্যথা।
পুরোনো অসুখ অ্যাজমা শরীরে মজুদ থাকায় আজ সকাল থেকেই বুকে চাপ অনুভব করছেন। উদ্ভুত পরিস্থিতিতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।
এর আগে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
শনিবার দুপুরে দেয়া তার টেস্টের রিপোর্টে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন , শুক্রবার থেকেই মাশরাফী বিন মোর্ত্তজার জ্বর ছিল।
তবে তার ভাই মুরসালিন বিন মোর্ত্তজা জানিয়েছেন, জ্বর ছাড়া তার আর কোন উপসর্গ নেই।
মাশরাফি এখন ঢাকায় নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছিল। তার আত্মীয়স্বজনরা জানিয়েছেন, এর আগে মাশরাফির শাশুড়ী এবং ভাগ্নের করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছিল।