করোনার তথ্য দিতে মেসেঞ্জারে চ্যাটবট চালু করল ফেসবুক

এবার করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য দিতে হোয়াটসঅ্যাপের পর মেসেঞ্জারে চ্যাটবট আনল ফেসবুক। সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হল করোনাভাইরাস চ্যাটবট। এই চ্যাটবট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) এর সঙ্গে যৌথভাবে ডেভেলপ করা হয়েছে।
সমগ্র পৃথিবীতে একশ ৩০ কোটি মানুষ প্রতিমাসে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে। এই বিপুল সংখ্যক মানুষকে সচেতন করতেই এবার ফেসবুক চালু করেছে চ্যাটবট। এটাকে হু হেলথ অ্যালার্ট ইন্টারঅ্যাকটিভ সার্ভিসও বলা হচ্ছে। এই সেবার মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার থেকেই এখন থেকে WHO এর অফিসিয়াল পেজ ভিজিট করা যাবে।
এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কঠিন সময়ে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে মানুষ আমাদের অ্যাপগুলো আগের থেকেও বেশি ব্যবহার করছেন। আমরা সরকারের সঙ্গে হাত মিলিয়ে সঠিক সময়ে সঠিক তথ্য তুলে দেওয়া সুযোগ পেয়ে কৃতজ্ঞ।’
শুরুতে কভিড-১৯ চ্যাটবট ইংরেজি, স্পানিশ এবং অ্যারাবিক ভাষায় তথ্য সরবরাহ করবে দ্রুত আরো বেশ কিছু ভাষা এতে যোগ হবে।
ম্যাসেঞ্জারের এই চ্যাটবটের সঙ্গে হোয়াটসঅ্যাপের চ্যাটবটের সঙ্গে মিল রয়েছে। এখান থেকে করোনা সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস পাওয়া যাবে। মহামারি আকার নেয়া এই ভাইরাসটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেগুলোর উত্তরও পাওয়া যাবে।