
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আর মারা গেছেন ১১ জন।
এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে ২৫০ জনের মৃত্যু হয়েছে আর ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
৬ হাজার ৭৭৩ টি নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া যায়। এখনো পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসলে তাকে সুস্থ হয়েছেন বলে ধরে নেয়া হয়।
সোমবার বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এদিন দেশটিতে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ই মার্চ। তবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ই মার্চ।