Uncategorizedজাতীয়
কক্সবাজারের সাবেক এমপি বদি করোনায় আক্রান্ত

কক্সবাজারের সাবেক এমপি বদি করোনায় আক্রান্ত
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
বদি করোনা আক্রান্ত হলেও তার স্ত্রী শাহিন আকতার এমপির শরীরে করোনা সংক্রমণের কোনো উপস্থিতি পাওয়া যায়নি
করোনার উপসর্গ নিয়ে সাবেক সংসদ বদি ও তার স্ত্রী সংসদ সদস্য শাহিন আকতার গত কয়েকদিন ধরে কক্সবাজারের নিজ বাসায় অবস্থান করছিলেন। আজ সন্ধ্যায় কক্সবাজার শহরের নিজ বাসা থেকে আবদুর রহমান বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অবস্থার অবনতি হওয়ায় আজ রাতেই তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তার বিশেষ সহকারি হেলাল উদ্দিন।
পি