খেলা
Trending

অনুশীলনে মেসিকে ‘দেখেননি’ পিকে

ফাইল ছবি

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীতে গত ১২ মার্চ স্থগিত হয়ে যায় লা লিগা। প্রায় দুই মাসের ঘরবন্দি জীবন শেষে গত শুত্রবার বার্সেলোনাসহ লা লিগার কয়েকটি দল অনুশীলনে ফিরেছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন চলছে ব্যক্তিগত পর্যায়ে।

মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে অনুশীলন ক্যাম্পের অভিজ্ঞতা শেয়ার করেন কাতালান ডিফেন্ডার পিকে।

“মাঠে মেসির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। তার সঙ্গে আমি কেবল মোবাইলে কথা বলেছি।”

“আমি তাকে অনুশীলনেও দেখিনি। কেবল পার্কিংয়ে দেখেছিলাম। আমরা সবাই আলাদা জায়গায় অনুশীলন করি। আমি আছি সের্হিও রবের্তো ও (সের্হিও) বুসকেতসের সঙ্গে একই মাঠে, তবে আমরা আলাদা থাকি।”

তিন মাস পর আগামী ১২ জুন লা লিগা আবার মাঠে গড়ানোর আভাস দিয়েছেন প্রতিযোগিতার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।
২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ জেতা রিয়াল।

তবে স্থগিত থাকা মৌসুম শেষ করা না গেলে বার্সেলোনার হাতে শিরোপা তুলে দেওয়া উচিত বলে মনে করেন দলটির কোচ কিকে সেতিয়েন। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার অবশ্য ভিন্ন মত।

এভাবে শিরোপা নেওয়াটা ‘ঠিক হবে না’ বলে মনে করেন পিকে। এর চেয়ে মৌসুম শেষ করার পক্ষে বিশ্বকাপজয়ী এই স্প্যানিয়ার্ড।

Show More

Related Articles

Back to top button